শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ‘ফাইনালে’র মতোই।
গেল (৯ নভেম্বর ২০২৪) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে তিনি সেই ম্যাচে করেন ১১৯ বলে ৭৬ রান। জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও। কিন্তু সে ম্যাচেই কুঁচকির চোট পান তিনি। কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক। এই ম্যাচে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
আফগানদের ইনিংসের ২৩তম ওভারে নাসুম আহমেদের করা টস আপ ডেলিভারিতে কাভার দিয়ে ড্রাইভ করেছিলেন রহমত শাহ। সেখানে ফিল্ডিং করা শান্ত সেই বল ঠেকিয়ে দেন। তবে বল ফেরাতে গিয়ে বাম পায়ে চোট পান বাংলাদেশ অধিনায়ক। এরপর ফিজিও এগিয়ে এসে তাকে সেবা শুশ্রূষা করলেও খুব একটা ভালো অনুভব না করায় মাঠ ছাড়তে বাধ্য হন শান্ত। সেই সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাকি সময়টায় বাংলাদেশ দলের নেতৃত্বভার সামলেছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তথ্য মতে, এই ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। সেক্ষেত্রে বাংলাদেশের অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। এমনটা হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে খেলাও অনিশ্চিত তার।