বেশকিছু দিন থেকে অব্যাহত দরপতনে দেশের শেয়ারবাজার। টানা দরপতনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাধারণ বিনিয়োগকারীরা। একইসঙ্গে বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ এবং তাকে আওয়ামী সরকারের দোসর হিসেবে অভিহিত করছেন কেউ কেউ।
এদিকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয়ার পাশাপাশি কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা। এমতাবস্থায় বিনিয়োগকারীদের কেউ কেউ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিচ্ছেন। তারা বলছেন লাখ লাখ বিনিয়োগকারীদের রক্ষার্থে অবিলম্বে সেনাবাহিনীর পক্ষ থেকে শেয়ারবাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে নিয়োগ দেয়া হোক।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু শেয়ারবাজার কেন্দ্রীক গ্রুপে বিনিয়োগকারীরা অনেক কর্মকর্তার নাম নিয়েও নানা আলোচনা করছেন। শেয়ার নিউজ দাতা নামের একটি গ্রুপের মডারেটর এম এম উজ্জল তার একটি পোষ্টে লিখেছেন, আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন কোন ব্যক্তি আসুক যে ব্যক্তি পুঁজিবাজার বুঝে এবং যার দেশ প্রেম আছে। রাষ্ট্রসংস্কার হচ্ছে উল্লেখ করে তিনি লিখেন, আমরা চাই পুঁজিবাজার সংস্কার হোক এবং একজন বিচক্ষণ লোক এই দায়িত্ব পালন করুক। এসময় তিনি তার পোষ্টে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ন্ত্রক সংস্থায় দায়িত্ব দেয়ার দাবি জানান।
লেফটেন্যান্ট কর্নেল তাজ বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তে কর্মরত আছেন । দেশের শেয়ারবাজার নিয়ে এই কর্মকর্তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে দাবি করে গ্রুপটির মডারেটর লিখেন, বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা যেখানে আছে সেখানে একটা নির্ভরযোগ্য ভরসা তৈরি হবে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের আরো বেশ কয়েকটি গ্রুপে লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ে আলোচনায় সরব এখন বিনিয়োগকারীরা। তারা বলছেন অবিলম্বে অর্ন্তবর্তী সরকারের হস্তক্ষেপ হলে বাজার আবার প্রাণ ফিরে পাবে। অন্যথায় আরো সর্বশান্ত হবেন বিনিয়োগকারীরা।