মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম. এ. খান বেলাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৪৩তম সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।
এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্রাট গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান এম. এ. খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত।
ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা’র এক্সিকিউটিভ মেম্বার এবং নোয়াখালী জিলা সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট। জন্মস্থান বেগমগঞ্জে অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন তিনি।