সোমবার দরপতনের শীর্ষে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে আসে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৫৫৪ টাকায়, যেখানে আগের কার্যদিবসে সমাপনী মূল্য ছিলো ৫৬৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ৩০ (১.৯৯ শতাংশ) পয়সা হ্রাস পেয়েছে।

সোমবার কোম্পানিটির শেয়ারের দর ৫৬৯ টাকা ৭০ পয়সা থেকে ৫৫৪ টাকায় পয়সায় উঠানামা করে।