আবারো সূচক পতনে সেঞ্চুরি!

আবারো সূচক পতনে সেঞ্চুরি করলো দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ( ২২ মে, ২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। দুপুর ২ টায় ১০৫ পয়েন্ট সূচক কমে যায়।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫২ পয়েন্টে। দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৩৩৩ টি কোম্পানির শেয়ার। বেড়েছে ১৮ কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত আছে ২৭ টি কোম্পানীর শেয়ার।