দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৭ কোটি ৯৯ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটে ৩ কোম্পানির দখলে লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির লেনদেনের পরিমাণ ১২ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকা। কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকার।
এদিকে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৯২ হাজার টাকার। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলহাজ টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার।