মঙ্গলবার থেকে এইউবিতে সশরীরে ক্লাস

আগামী ২২ ফেব্রূয়ারি মঙ্গলবার থেকে এশিয়ান ইউনিভিার্সিটিতে সশরীরে শিক্ষাকার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটির বিভাগীয় প্রধানদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে ১৭ ফেব্রূয়ারি শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। প্রথমে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুল খুলবে আরও প্রায় দুই সপ্তাহ পরে।