সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি৬৫ লাখ ৮৬ হাজার টাকার। তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। ৫০ কোটি ৩৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বে-লিজিং, নাহি অ্যালুমিনিয়াম, সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, জিপিএইচ ইস্পাত এবং একমি ল্যাবরেটরিজ।