নিয়ন্ত্রক সংস্থার গাফিলতির কারণে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা

ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলন (ছবি: সংগ্রহীত)

দেশ সমাচার ডেস্ক: গ্রাহকের অর্থ আত্মসাতের কারণেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন গ্রাহকরা। বুধবার (২ ফেব্রূয়ারি) দুপুর ১২টায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীরা অর্থ আত্মসাতের অভিযোগে শেয়ার লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপেট (ডিপি) স্থগিত হওয়া তামহা সিকিউরিটিজের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা অর্থ ফেরতের দাবি জানান বলে প্রকাশিত সংবাদে জানা যায়।

বিনিয়োগকারী ফখরুল ইসলাম বলেন, কোম্পানি ১৫ দিনের মধ্যে সমাধান করার আশ্বাস দিলেও আমাদের কোনো সমাধান হয়নি। আমরা বিএসইসি ও ডিএসই থেকে এখনও কোনো আশ্বাস না পেয়ে হতাশ।

তিনি আরও বলেন, হারুন নিজেকে বাঁচানোর জন্য অফিসের স্টাফদের উপর দোষ দিয়ে নিজেও বিএসইসিতে অভিযোগ জানিয়েছেন যে, তার প্রতিষ্ঠানে দুর্নীতি হয়েছে। কিন্তু তিনি নিজেই এ দুর্নীতির সাথে সাথে জড়িত।

পেনশনের টাকা শেয়ারবাজারে হারিয়েছেন উল্লেখ করে আরেক ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, আমার ১৩ লক্ষ টাকা এই কোম্পানিতে বিনিয়োগ করেছি। কিন্তু এখন দেখতেছি আমার কোনো টাকা নাই। টাকা হারিয়ে আমি এখন আমার সংসার চালাতে সমস্যা হচ্ছে। আমি ও আমার স্ত্রী খুবই অসুস্থ । এ পরিস্থিতিতে আমরা অনেক সমস্যায় আছি।

মজিবুর রহমান অভিযোগ করে আরও বলেন, কোম্পানির প্রক্রিয়ায় এখনও আমাদের শেয়ার এবং টাকা দেখাচ্ছে যেটা সঠিক নয়। কারণ, সিডিবিএলের কাছে কোনো তথ্য নেই।

সংবাদ সম্মেলনে এ সময় বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যানের কাছে তাদের বিনিয়োগের টাকা দ্রুত ফেরত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।