সূচকের উত্থানে বেশি ভুমিকা রেখেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব করায় এ আগ্রহের সৃষ্টি হয়েছে।
কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.১৮ শতাংশ। আর এতে সূচক বৃদ্ধি পেয়েছে ৯.১৬ পয়েন্ট।
টেলিকম খাতের রবির শেয়ার ২.১৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে ৭.০৩ শতাংশ। স্কয়ার ফার্মার শেয়ার দর ২.০৪ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ৬.৬৯ পয়েন্ট।
পাওয়ার গ্রিডের দর ৩.২৩ বেড়েছে। এছাড়া ডেল্টা লাইফ, আর এ কে সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, রেনাটা ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর বৃদ্ধিতে সূচক বেড়েছে ১৩ দশমিক ২৬ পয়েন্ট।
সূচক বৃদ্ধিতে ডেসকোর অবদান ছিলো ২.১৪ পয়েন্ট।
অন্যদিকে গ্রামীণফোনের মেয়ারদার ০.৩৭ শতাংশ কমায় সূচক কমেছে ২.৯৯ পয়েন্ট। লিনডেবিডি, ফরচুন সুজ, অলেম্পিক ইন্ডাস্ট্রিস, সোশ্যাল ইসলামী ব্যাংক, বার্জার পেইন্টস, বিকন ফার্মা, সামিটি পাওয়ার, আইসিবি ও এনভয় টেক্সটাইল সূচক কিছুটা কমেছে।
সব মিলিয়ে এ ১০ কোম্পানি সূচক বাড়িয়েছে ৪২ পয়েন্ট
সূত্র: নিউজবাংলা২৪