তারই সাথে শেয়ারবাজারকে ব্যবসা বান্ধব করার জন্য বিএসইসির পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেছেন বর্তমান সরকার খুবই ব্যবসা বান্ধব। বলেন, সুযোগ সুবিধা থাকার পরও কিছু মানুষ প্রতারণার সুযোগ নেয়। কিন্তু আমাদের এখানে কোনো ধরনের প্রতারণার সুযোগ দেয়া হবে না বলে কঠোর হুশিয়ার করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ ভবনে সেন্ট্রাল ডিপজেটরী বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) কতৃক আয়োজিত মাসিক ই-স্টেটমেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বর্তমানে ১০০ ভাগ মানুষের মধ্যে মাত্র ২-৩ ভাগ মানুষ প্রতারণার সুযোগ নেয়। যা সংখ্যায় অনেক কম। কিন্তু এই সল্প কিছু মানুষের জন্য বাকি মানুষের অনাস্থা সৃষ্টি হয় বলে মন্তব্য করেন তিনি।