নির্বাচনী প্রচারনায় মোদির সঙ্গে কলকাতায় অক্ষয়

মোদির

আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বভারতীয় তারকা দিয়েই ছক্কা মারতে চাইছে। আজ রবিবার কলকাতায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে থাকছেন অক্ষয় কুমার।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ এ খবর জানান । পশ্চিমবঙ্গের রাজনীতিতে তা নিয়েই সরগরম অবস্থা।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শনিবার রাতেই মিঠুন চক্রবর্তী কলকাতায় পৌঁছান। আজ রবিবার আসছেন অক্ষয়ও। স্থানীয় তারকাদের বড় একটি ঝাঁক থাকবে মোদির মঞ্চে। তবে বাস্তবের সঙ্গে মিলছে না। অনেক তারকা কথা দিয়েও পিছিয়ে যান বলে জানাগেছে।

মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। ২০১৭ সালে অভিনেতার ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছিল প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রচারের অংশ। একাধিক সময়ে প্রধানমন্ত্রীর হয়ে মুখ খুলেছেন তিনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে। বিরোধীরা অভিযোগ করেন, অক্ষয় প্রধানমন্ত্রীকে ‘ছেলে ভোলানো’ এবং ‘বোকা বোকা’ প্রশ্ন করেছিলেন। যেমন; মোদি আম কীভাবে খান। খোসা ছাড়িয়ে? নাকি না ছাড়িয়ে? ওই সাক্ষাৎকারে প্রশ্নের মান নিয়ে অবশ্য অক্ষয় কোনো সমালোচনার তোয়াক্কা করেননি।

আরও পড়ুন- তাজমহলে বোমাতঙ্ক, দরজায় তালা, বের করে দেওয়া হলো পর্যটকদের

এ দিকে তৃণমূল বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে স্থান পেয়েছে ১৫ জন তারকা। বিজেপির পক্ষ থেকেও থাকছে একাধিক তারকা মুখ।