ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. শেখ আবদুস সালাম,কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ৪ বছরের জন্য এ দায়িত্ব তাকে দেয়া হয়েছে। ভিসি পদ শূন্যের ৩৯ দিন পর নতুন ভিসি নিয়োগ দেয়া হল বিশ্ববিদ্যালয়ে ।
মঙ্গলবার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
তবে এখনও বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্স বার্তা এসে পৌঁছেনি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের মেয়াদ পূর্ণ হয়। এরপর থেকে পদ দুটি শূন্য ছিল। ট্রেজারার পদে নতুন কাউকে নিয়োগ না দেয়ায় পদটি এখনও শূন্য রয়েছে।
আরো পড়ুন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অগ্নিকান্ড