এবিসি-সিএইচআরডির আয়োজনে অনুষ্ঠিত হবে “কর্পোরেট গভর্নেন্স ইসলামিক দৃষ্টিকোণ” শীর্ষক সেমিনার

সুষ্ঠু কর্পোরেট গভর্নেন্স সংক্রান্ত ইসলামের গাইডেন্স নিয়ে একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে এবিসি-সিএইচআরডি।  “কর্পোরেট গভর্নেন্স ইসলামিক দৃষ্টিকোণ” শীর্ষক এই সেমিনারটি আগামী মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে ইফতারের পূর্ব পর্যন্ত।

সেমিনারে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আইডিআরএর সদস্য মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ এবং আইসিএসবি এর ভারপ্রাপ্ত সভাপতি এম নুরুল আলম এফসিএস, সিসিইপি-৪, সিজিআইএ।

সেমিনারে সভাপতিত্ব করবেন ডঃ মোঃ মোশাররফ হোসেন এফআইপিএম, প্রেসিডেন্ট এফবিএইচআরও। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন কর্পোরেট গভর্নেন্স বিশেষজ্ঞ এস এ রশিদ, এফআইপিএম, এফসিএস।

সেমিনারে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ও মুদ্রা বাজারে তফসিলভুক্ত বিভিন্ন কোম্পানিসহ বিভিন্ন সেক্টরের কর্পোরেট ডেলিগেটরা অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এইচআর ডেভেলপমেন্টের জন্য এবিসি সেন্টার মানব সম্পদ উন্নয়ন (এইচআরডি) কার্যক্রমের প্রচার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য একটি অরাজনৈতিক অলাভজনক পেশাদার সংস্থা। ২০১৬ সাল থেকে ABC-CHRD জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ এবং এইচআরডি কার্যক্রমের আয়োজনে নিযুক্ত রয়েছে। এবিসি-সিএইচআরডি হল ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের (এফবিএইচআরও) অধীনে অন্যতম সদস্য সংস্থা এবং এছাড়াও ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ট্রেইনার্স অ্যান্ড স্পিকারস (এফআইটিএস) এর সাথে অনুমোদিত।

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথমবারের মতো ২০০৬ সালে এবং তারপরে ১০১২ সালে কর্পোরেট গভর্নেন্স নির্দেশিকা জারি করে যা ২০১৮ সালে বিদ্যমান কর্পোরেট গভর্নেন্স কোড দ্বারা স্থগিত করা হয়েছিল। যার শর্তাবলী ‘বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের তালিকার সমস্ত সংস্থার সাথে মেনে চলার ভিত্তিতে’ আরোপ করা হয়েছিল। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) “বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন” জারি করেছে যা ১৯ অক্টোবর ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানিসমূহে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিফিকেশন জারী করেছে।