ব্লক মার্কেটে দ্বিগুণ লেনদেন, শীর্ষে বেক্সিমকো 

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ ফেব্রূয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মোট প্রায় ৩৫ কোটি ৮ লক্ষ টাকা লেনদেন হয়, যেখানে গতকাল লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর লেনদেন ছিলো মাত্র ১৫ কোটি ৮১ লক্ষ টাকা। অর্থাৎ, লেনদেন বেড়েছে দ্বিগুনেরও বেশি। এদিন ব্লক মার্কেটে সর্বোচ্চ স্থানে উঠে আসা স্কয়ার ফার্মার মোট ৭ কোটি ১৬ লক্ষ টাকা লেনদেন।

এছাড়া ৬ কোটি ৪১ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ব্লক মার্কেটে শীর্ষ দুই- এ উঠে আসে ব্রাক ব্যাংক।

ব্লক মার্কেটে আজকে তৃতীয় সবচেয়ে বেশি লেনদেন হয় রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ টাকার লেনদেন হয়।

এছাড়া বে লিজিং এর ১ কোটি ৪০ লাখ টাকা, ফরচুন সুজের ১ কোটি ৮৩ লাখ টাকা , অরিয়ন ফার্মার ১ কোটি ৭৯ লাখ টাকা এবং সাইফ পাওয়ার টেক ও শাহাজালাল ইসলামি ব্যাংক, উভয় প্রতিষ্ঠানের ১ কোটি ৮০ লাখ টাকা করে লেনদেন হয়।