দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট (বেক্সিমকো) কোম্পানি লিমিডেট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য সূত্র মতে, কোম্পানিটির ১০৪ কোটি ৬ লাখ ৩৪ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এদিকে শেয়ার হাতবদলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশ। এদিন কোম্পানিটির ৯৫ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া, শেয়ার হাতবদলে তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। আজ কোম্পানিটির ৫৭ কোটি ৭৮ লাখ ২৭ হাজার টাকার শৈয়ার হাতবদল হয়েছে।
শেয়ার হাতবদলে থাকা অন্য কোম্পানিগুলো হলো : একমি ল্যাব ,বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।