জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ সমাচারে যোগ দিয়েছেন প্রতিভাবান তরুণ সংগঠক রিয়াজ হোসেন।হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে চলতি মাসে যুক্ত হয়েছেন রিয়াজ।
বর্তমানে পিপলস রেডিও ৯১.৬ এফ এম এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হোসেন। এছাড়া দেশের অনতম সেরা কর্পোরেট ব্র্যান্ডিং ফার্ম এক্সিলেন্স বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হিসেবে যুক্ত আছেন তিনি।
দেশ সমাচারে যোগ দিয়ে রিয়াজ হোসেন জানান “ দেশ সমাচারকে সর্বস্তরের মানুষের আস্থা অর্জনে সব রকমের পদক্ষেপ নেয়া হবে, মানসম্মত একটি খবরের ব্র্যান্ড পোর্টাল হিসেবে প্রতিষ্ঠা করাই আমার অন্যতম চ্যালেঞ্জ” বলে মন্তব্য করেন তিনি।
দেশ সমাচারের সকল পাঠক এবং শুভানুধ্যায়িদের শুভেচ্ছা জানিয়ে সঙ্গে থাকার আহ্বান জানান রিয়াজ হোসেন।
আরো জানুন https://www.facebook.com/Reaj.Hossain744 https://www.deshshamachar.com/?p=9209