শেরপুরের সদর উপজেলার মির্জাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় চার অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি আবদুল আল মামুন জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এ সময় আহত হন একজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন- সংসদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে থানায় জিডি